নাটোর: যথাযোগ্য মর্যাদায় নাটোরের গুরুদাসপুরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১। ভাষার মাসের এই দিনটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল গুরুদাসপুর পৌর পরিষদ।
রোববার রাত ১২টা ১মিনিটে গুরুদাসপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মি। এসময় তার সঙ্গে পৌরসভার ১২ জন কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সকাল সাড়ে সাতটায় পৌর মেয়রের কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বারী, পৌর সচিব হাফসা শারমিন প্রমুখ। বক্তারা ভাষা শহীদদের বীরত্ব ও মাতৃভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীর সেনাদের আত্মার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গুরুদাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ জহরুল ইসলাম। এসময় সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply