1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

আইসিসি টেস্ট বোলারদের তালিকার শীর্ষ তিনে রবিচন্দ্রন অশ্বিন

  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৯০ বার
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের সেরা সময় চলছে রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু, বল হাতে বাজিমাত করে চলেছেন ইংল্যান্ড সিরিজেও। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন ৪০০ উইকেটের মাইলস্টোন পেরিয়েছেন অশ্বিন। সেই কীর্তির রেশ কাটতে না কাটতেই আইসিসি টেস্ট বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি।

৮২৩ রেটিং পয়েন্ট নিয়ে একদম চার ধাপ লাফিয়েছেন অশ্বিন। সামনে শুধুমাত্র প্যাট কামিন্স এবং নিল ওয়্যাগনার। ইংল্যান্ড সিরিজে তিন টেস্টে ২৪ উইকেট নিয়ে এক নম্বরে আছেন অশ্বিন। গড় বিস্ময়কর ১৫.৭১ অর্থাৎ প্রায় প্রতি ১৬ বল অন্তর উইকেট পেয়েছেন তিনি। এই সাফল্যতেই সম্মান দিল আইসিসি। এদিকে, তিন ধাপ নেমে ষষ্ঠ স্থান দখল করলেন জেমস অ্যান্ডারসন।

মাত্র ৭২টা টেস্টে ৪০০ উইকেট পেয়েছেন অশ্বিন। তার থেকে দ্রুত এই কীর্তি করে দেখিয়েছেন একজনই। তিনি মুত্তিয়া মুরালিধরন। অশ্বিনের যা ফর্ম তাতে হরভজন সিং (৪১৭) এবং কপিল দেবকে (৪৩২) টপকানো সময়ের অপেক্ষা। তবে ভারতীয় হিসেবে সর্বোচ্চ উইকেটপ্রাপক এখনও সেই অনিল কুম্বলে। তার ৬১৯ উইকেটের রেকর্ড ভাঙতে এখনও দেরি আছে অশ্বিনের।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme