গাজীপুর : গাজীপুরের টঙ্গী চেরাগআলী কাদেরিয়া টেক্সটাইলস মিলস এর সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল রাতে। নিহত জাহিদুল ইসলাম(৩৫) নেত্রকোনা জেলার বারহাট্রা থানার নামা পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি এ্যামাজিন ফ্যাশন কারখানার গাড়ির চালক ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
জানা যায়, রাত সাড়ে এগার টার দিকে অফিসের স্যারকে ঢাকা বারিধারার বাসায় নামিয়ে গাজীপুরের মালেকের বাড়ি যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। পরে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইলস মিলস গেট এর সামনে পৌছালে টয়লেট করার জন্য গাড়ি থেকে নামেন। এসময় একদল ছিনতাইকারী তার পথ রোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে সে বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply