কুমিল্লা : কুমিল্লার লাকসামে অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়ে টুনি বেগম (৬২) নামক এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে।
সোমবার রাতে উপজেলার চন্দনায় অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা পান-সুপারির জন্য বাড়ি সংলগ্ন চন্দনা বাজারে যান। বাজার থেকে ফেরার পথে অসাবধানতা বশত চন্দনা অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় নোয়াখালীগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, আমাদেরকে কেউ দুর্ঘটনার বিষয়টি অবহিত করেননি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply