রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ৪(চার) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গতকাল সোমবার (১ মার্চ) আনুমানিক ২টা ৪০মিনিটে গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর থেকে তাকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলো: চর কানাপাড়া গ্রামের মৃত আঃ রহিমের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৪০) ও একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মোঃ বাবুল (৫৫)।
অভিযানটি পরিচালনা করেন পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপারমোঃ মতিউর রহামন সিদ্দিকির দিক নির্দেশনায় ওসি (ডিবি) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স।
আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply