চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের হরিপুর নামক স্থানে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মজিবুর রহমান (৫২) নামে একজন নিহত হয়েছেন। নিহত মজিবুর রহমান হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে হরিপুর মহল্লায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকাল ৯টার দিকে মজিবুর রহমানের সাথে প্রতিবেশী মোমিন উদ্দিন, মোশারফ এবং রিমনের সংঘর্ষ বাধে। এসময় মজিবুর রহমান অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply