রাজশাহী : রাজশাহীর বাঘায় রিমা খাতুন (৩২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। শুক্রবার ( ৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় কিশোরপুর সগনিপাড়ায় নিহতের স্বামি লালন উদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গৃহবধুর মামা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দাখিল করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধুর শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply