অনলাইন ডেস্ক : বহুদিন পর লাভার বয় হিসেবে বড় পর্দায় ফিরেছেন আমির খান। ‘হার ফান মওলা’ শিরোনামের একটি গানে এলি আব্রামের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তাকে। বুধবার গানটি প্রকাশ করা হয়েছে। মুক্তির ২০ মিনিটেই গানটি ১.৫৫ লাখের বার দেখা হয়েছে। এ আইটেম গানটি ব্যবহার করা হবে ‘কোয়ি জানে না’ ছবিতে। গানে এলির সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত নেচেছেন আমির। যদিও টুইটারে আমিরের দাবি, তিনি ভালো নাচতে পারেননি। তার নাচের ত্রুটি ঢাকতে সাহায্য করেছেন এলি।
মনস্তাত্ত্বিক গোয়েন্দাগল্প ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে কুণাল কাপুর এবং আমায়রা দস্তুরকে। বহুদিন পর ফের এই ছবিতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে আমিরকে। এতে নিজের চরিত্রেই অভিনয় করেছেন আমির।
উল্লেখ্য, এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমিরের কাছের বন্ধু আমিন হাজি। বন্ধুর আবদার মেনেই তাই এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশানিস্টকে। এর আগে বন্ধু আমিনের সঙ্গে ‘লগান’, ‘মঙ্গল পাণ্ডে : দ্য রাইজিং’-এর মতো ছবিতে কাজ করেছেন আমির খান।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply