বরগুনা : বরগুনার সদর উপজেলায় ক্ষেতে গরু আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নওশের খন্দকার নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে ওই কৃষক বাড়ির পাশে ফসলি জমিতে গরুর বাছুর আনতে যান। এ সময় তিনি দেখেন বাছুরটিকে ছটফট করছে। এরপর তিনি বাছুরটির কাছে গেলে বাছুরের সাথে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ইউপি সদস্য টুটুল মিয়া জানান, দীর্ঘ দিন ধরে এলাকায় গাছের সাথে বিদ্যুতের তার ঝুলিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ দিয়ে আসছে। বর্তমানে পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজ করায় তার মাটিতে পড়ে ছিলো। আর এই তারেই নওশের আলী বিদ্যুতায়িত মারা গেলেন।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি, হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply