গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মাস্তা এলাকায় আজ বুধবার সকালে দুই ট্রাকের সংঘর্ষে আমিনুল ইসলাম (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত চালক দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল আলম জানান, ‘নীলফামারী জেলার ডালিয়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা অভিমুখে যাচ্ছিল। মাস্তা এলাকায় স্পীডব্রেকার পার হবার সময় পেছন থেকে ট্রাকটিকে পণ্যবাহী অপর একটি ট্রাকা ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক আমিনুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রাকটির হেলপার বাবু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।’
বাংলার বিবেক /এম এস
Leave a Reply