কুমিল্লা : চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন চালক। এক পর্যায়ে ঘুমিয়েই পড়েন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উঠে যায় গাছে। এতে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। ১১ মার্চ, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
আরিফুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস উপজেলার বারেরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় লেগে এর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
আহত যাত্রী আবদুল গফুর, রমিজ উদ্দিন ও তফাজ্জল হোসেন বলেন, চোখে ঘুম নিয়ে চালক গাড়ি চালাচ্ছিলেন চালক। এতেই দুর্ঘটনা ঘটে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply