আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৬ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৪ লাখ।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৯৬৫ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৬৪ হাজার ৯৬৩ জন। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ৪ লাখ ৭ হাজার ৫৩০ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৩২৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৮১ হাজার ৬৫৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৩৪ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৭০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৩২৭ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ১৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৭৬২ জন।
আরও পড়ুন : সক্ষম অর্থনীতির পরিচয় উন্নয়নশীল দেশের স্বীকৃতি
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। আর ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।
রাজশাহীর সময় / এফ কে
Leave a Reply