জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিজ ঘরে রোওজা আক্তার (৭) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল রোওজা।
নিহত রোওজা উপজেলার পুকুরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। রোওজা আক্তার রুনিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর বাবা মোহাম্মদ আলী বলেন, আমার মেয়ে কখন যে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছে তা কেউ বলতে পারি না। আমার বড় মেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় রোওজা গলায় ফাঁস দিয়েছে।
এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি রোওজাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শিশুটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply