রাজশাহী প্রতিনিধি : মানসিক ভারসম্যহিন নারীর সন্ধান চায় মতিহার থানা পুলিশ|
নাম: মেহজাবিন (৪০) নামের মানসিক ভারসাম্যহিন এক নারিকে উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। রাজশাহী নগরীর উপকন্ঠ খড়খড়ি বামন শিকড় এলাকা থেকে তার উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তার পরনে ছিলো লাল রংগের শাড়ী। তার গায়ের রং ফর্সা। উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি। বর্তমানে ওই নারীকে রাজশাহী আদালতের মাধ্যমে সেফ হোম বায়াতে রাখা হয়েছে।
কোন হৃদয়বাদ ব্যক্তি যদি ওই নারীর পরিচয় জানতে পারেন। তাহলে মতিহার থানায় যোগাযোগের জন্য অনুরোধঘ করা হলো।
যোগাযোগ মোবাইল নং- ০৭২১-৭৫০০৪০, ০১৩২০-০৬১৬৩০
বাংলার বিবেক / জি আর
Leave a Reply