চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার এস আই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২০ মার্চ, শনিবার সকাল আনুমানিক সকালে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার শুকছড়ি এলাকার বাসিন্দা আবদুর রহমানে ছেলে ওবায়দুল হক (৩০) এবং একই উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।
স্থানীয়রা ইউপি মেম্বার শাহেদ হোসাইন বলেন, সকালে মোটরসাইকেলযোগে লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দুই যুবক। এ সময় তারা এস আই পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, সকাল ৭টার দিকে হাইস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply