অনলাইন ডেস্ক : নতুন ছবির জন্য নতুন রূপে হাজির হচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় নিজেই নতুন লুকের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর তা দেখে মুগ্ধ ক্যাটের নায়ক হৃতিক রোশন লিখেছেন, ‘খুব সুন্দর’।
একাধিক ছবিতে একসঙ্গে অভিনয়ের জন্য বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে হৃতিক ও ক্যাটের। ২০১১ সালে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। বক্স অফিসে সফলও এ দুই ছবি।
ক্যাটরিনার ‘নতুন লুক’-এর পোস্টে হৃতিকের কমেন্ট দেখে অনেকেরই আন্দাজ, ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে এ জুটিকে।
যদিও এ বিষয়ে ক্যাটরিনা ও হৃতিক এখনও মুখ খোলেননি।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নতুন ছবির ঘোষণা করেন ক্যাটরিনা। নিজের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘নতুন দিন, নতুন হেয়ার কাট, নতুন ছবি’। তবে ছবির বিষয়ে কোনো তথ্য দেননি অভিনেত্রী।
ক্যাটরিনার ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ এপ্রিল। এ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ক্যাটকে। প্রায় ১০ বছর পর অক্ষয়-ক্যাটরিনাকে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply