রাজশাহী : রাজশাহীর বাঘায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটানোর সময় মিজানুর রহমান (২৫) নামে এক সেনা সদস্যকে এলাকাবাসী ধরে পুলিশে সোর্পদ করেছে।
সোমবার (২২ মার্চ) ভোর চারটায় বাঘা উপজেলার হেলালপুর এলাকায় গৃহবধুর স্বামির বাড়ি থেকে গৃহবধুসহ তাকে আটক করে বাঘা থানা পুলিশ।
সে বাঘার পার্শ্ববর্তী চারঘাট থানার কাঁকড়ামারি চাঁদপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য।
স্থানীয়সুত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী চার বছর যাবৎ সৌদি আরবে থাকেন। এ সুযোগে আটককৃত সেনা সদস্য মিজানুর গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ দিন গৃহবধুর স্বামীর বাড়ি হেলালপুরে একটি জালসা দেখতে এসে মিজানুর গৃহবধুর ঘরে প্রবেশ করেন। বিষয়টি প্রতিবেশীরা লক্ষ্য করেন। পরে গ্রামবাসি ঐক্যবদ্ধ হয়ে রাত্রী দুইটার দিকে গৃহবধুর বাড়ি ঘিরে রেখে বাঘা থানায় খবর দেয়। খবর পেয়ে ভোর চারটায় পুলিশ গৃহবধুর বাড়ি থেকে তাদেরকে আটক করেন।
এ বিষয়ে বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব বলেন, অনৈতিক সম্পর্কের সংবাদ পেয়ে গৃহবধুরর স্বামীর বাড়ি থেকে দুজনকেই আটক করা হয়েছে। এ বিষয়ে গৃহবধুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রকৃয়া চলমান রয়েছে। মামলা পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেবেন যথাযথ কর্তপক্ষ।
বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজরুল ইসলাম বিভাগীয় অফিসে মিটিং-এ থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply