অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলাটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন, জিটিভি ও টি-স্পোর্টসে। টি-স্পোর্টস ও র্যাবিট হোল বিডির ইউটিউবেও দেখা যাবে ম্যাচটি। ডানেডিনের দুঃস্বপ্ন ভুলতে ক্রাইস্টচার্চে তাবু গেড়েছে টাইগাররা। ২১ মার্চ, রোববার সাউথ আইল্যান্ডের এই শহরে এসে পৌঁছায় তামিম ইকবাল নেতৃত্বাধীন দলটি।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যার্থতায় কিউইদের কাছে বাজেভাবে হেরেছে তামিমের দল। ডানেডিনে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অন্যদিকে ব্ল্যাকক্যাপসরা দুই উইকেট হারিয়ে ২২ তম ওভারেই নিজেদের করে নেয় ম্যাচটি। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। সেই ম্যাচের ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।
নিউজিল্যান্ডের মাটিতে ১৫টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত জয়ের স্বাদ অধরা বাংলাদেশের।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply