অনলাইন ডেস্ক : ক্যাম্পের কাছেই নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলায় ৫ পুলিশ নিহত হয়েছেন। এ ছাড়া ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় এ হামলা হয়। আইইডি-এর মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে মাওবাদীরা জড়িত রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। নিহত ও আহতরা সবাই ডিস্ট্রিক রিজার্ভ গার্ড (ডিআরজি) সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে কাহারগাও-কাদেনার সড়কে হামলা চালানো হয়। এটি কাদেনার ক্যাম্প থেকে তিন কিলোমিটার দূরে ছিল।
ছত্তিশগর ডিজিপি ডিএম আওয়াসতির পিটিআইকে বলেন, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথেই এ হামলার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এনডিটিভি জানিয়েছে, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ৪৫ ব্যাটালিয়ন উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply