ঢাকা : রাজধানীর দক্ষিণখানের চাঁদনগর এলাকায় বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুর রশীদ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম দৈনিক খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুসবাগের চাঁদনগর এলাকায় বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। গুলিতে আব্দুর রশীদ নামের ওই বালু ব্যবসায়ী মারা যায়। নিহতের লাশ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে। জানা গেছে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান নামে এক ব্যক্তির গুলিতে রশীদ মারা গেছেন।
ওসি শামীম বলেন, রশীদের মৃত্যুর ঘটনায় সেখানকার পরিস্থিতি অনেকটা উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে জাপানি হান্নানের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা গুরুত্বের সাথে এই ঘটনাটির তদন্ত করছি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান তার ফেসবুক আইডিতে নিজেকে জাপান বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দিয়ে আসছেন।
জাপানি হান্নান নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে এসে উত্তেজিত জনতার হামলা থেকে বাঁচতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কাছে সহযোগিতা চেয়েছেন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষরা ক্ষতিসাধন করার জন্য তার বাড়ি ও গাড়িতে হামলা করেছে।’
তিনি দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply