অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের পর প্রথমবারের মতো স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে একটি বিশেষ কনসার্টে অংশ নিচ্ছেন জেমস ও তার দল নগরবাউল।
আগামীকাল শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে এই বিশেষ কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।
তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল তিনটায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন।
প্রসঙ্গত, বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কিবোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply