নোয়াখালী : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিচ্ছিন্ন সংঘর্ষে জাহেদ উদ্দিন নামে এক মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত জাহেদ উদ্দিনকে রাতেই মমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহেদ উদ্দিন ও এমরান উদ্দিনের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় এমরানের সমর্থকের হামলায় জাহেদ উদ্দিনের মূখে ও মাথায় মারাত্বক আগাত লাগে। সাথে সাথে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হলে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়।
এদিকে এই ঘটনায় উভয় পক্ষের আরো ১০ জন আহত হয়।
আহতরা হলেন- মিরাজ উদ্দিন (৩৬), নিপুন (২৬) মোছলে উদ্দিন (৩০) দিদার (৪০), মেহারাজ (৩০), রাহেদ (২৮), তুহিন (৩৩), মিঠু (২৬)ও ফারূখ (২৯) সুজন (২৫)। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দিতে বলা হয়েছে। তবে এখনো কেউ কোন এজহার দেয়নি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply