রাজশাহী : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সে উপজেলার বাউসা ইউপি সরকারপাড়া এলাকার মৃত: মোকাররম আলীর ছেলে।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১.৩০ টায় উপজেলার বেড়েরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী রবিন হোসেন (১৮)মারাত্বক আহত হয়েছে।
বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বুধবার দুপুরে মেহেদী হাসান সঙ্গি রবিন কে নিয়ে আড়ানী হরিপুর বাজার থেকে একটি প্যাসিওন মোটর সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বেড়েরবাড়ি এলাকায় একটি টার্নিং ঘুড়তে গিয়ে সামনে ভুটভুটি (স্যালো ইঞ্জিন চালিত ) দেখে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এ সময় তার মাথায় হেলমেট না থাকায় মারাত্বক আঘাত পায়। পরে স্থানীয়রা মেহেদী ও রবিন কে আহত অবস্থায় উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিবেদিতা চ্যাটার্জি মেহেদী কে মৃত: ঘোষনা করেন। আহত রবিন কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেদীর একটি ইলেক্ট্রনিক্স দোকান রয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত ) আব্দুল বারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম । দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply