রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে গুলি করে তাকে আহত করে সন্ত্রাসীরা। নিহত গনি মন্ডল ওই ইউনিয়নের ওমর আলী মোল্লারপাড়া গ্রামের বিদু মন্ডলের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় পেটের বামপাশে গুলিবিদ্ধ হয় চেয়ারম্যান গনি মন্ডল। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ করে। সেখান থেকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য বলেন, কয়েকদিন পূর্বে এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানের উপর হামলা হয়। বুধবার রাতে প্যানেল চেয়ারম্যানের উপর গুলির ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ দৌলতদিয়াসহ সকল গোয়ালন্দ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকদিন পূর্বে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডলকে কুপিয়ে আহতের পর থেকে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply