অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিবের দায়িত্বে আসছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
এছাড়াও সচিব পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. মোকাব্বির হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব।
রোববার (৪ এপ্রিল) এই রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসচিবের দায়িত্ব পালন করবেন।
গত বছরের ৪ জুন স্বাস্থ্য সচিবের দায়িত্ব পান আব্দুল মান্নান। বর্তমানে এই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত। শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য সচিবকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply