1. [email protected] : admi2017 :
  2. [email protected] : motaharul :
শিরোনাম :
অধিকৃত কাশ্মীর খালি করে দিন, সন্ত্রাসবাদ বন্ধ করুন, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব ভারতের ইউক্রেন: রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে প্রশ্ন ১০০ কোটি আবার কী, ১০০০ কোটির নীচে কিছু নয়, মাপকাঠি বেড়ে গেল সলমনের! পরিচালকের সঙ্গে চুপিসারে বিয়ে! দুই বিবাহিত নারী-পুরুষ লিভ ইন করতে পারেন, পরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ চলবে না রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৮ রাবিতে হল ত্যাগের নির্দেশ মানছেন না ছাত্রলীগ নেত্রী ২১ খালের ১৬টিরই অস্তিত্ব নেই মহানগরীতে কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ
শিরোনাম :
অধিকৃত কাশ্মীর খালি করে দিন, সন্ত্রাসবাদ বন্ধ করুন, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব ভারতের ইউক্রেন: রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে প্রশ্ন ১০০ কোটি আবার কী, ১০০০ কোটির নীচে কিছু নয়, মাপকাঠি বেড়ে গেল সলমনের! পরিচালকের সঙ্গে চুপিসারে বিয়ে! দুই বিবাহিত নারী-পুরুষ লিভ ইন করতে পারেন, পরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ চলবে না রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৮ রাবিতে হল ত্যাগের নির্দেশ মানছেন না ছাত্রলীগ নেত্রী ২১ খালের ১৬টিরই অস্তিত্ব নেই মহানগরীতে কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ বিজয়ী হয়েছেন তানজিয়া মিথিলা!

  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১৬৬ বার

অনলাইন ডেস্ক : মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তানজিয়া জামান মিথিলা। তিনি আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি।

শনিবার (৩ এপ্রিল) রাতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কাজী সাব্বির।

এছাড়া বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন- মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা ও মিস ট্যালেন্টেড তৌহিদা তাসনিম তিফা।

প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ছিল ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। দেশ ও দেশের বাইরের বাংলাদেশি মিলিয়ে ৯ হাজার ২৫৬ জনেরও বেশি তরুণী এতে অংশগ্রহণ করেন। গত জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন প্রতিযোগী।

অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮ প্রিয়তা ইফতেখার, ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর প্রথম রানারআপ আলিশা ইসলাম।

অডিশন পর্বে প্রতিযোগীদের সৌন্দর্য, শিক্ষা, প্রতিভা, বুদ্ধিমত্তাসহ আরও বিভিন্ন যোগ্যতার ওপর ভিত্তি করে শীর্ষ ৫০ জন বাছাই করা হয়। সেখান থেকে সেরা ২০ সুন্দরীকে নিয়ে চলে গ্রুমিং সেশন। সেখান থেকে সেরা ১০ জন নির্বাচন করা হয়। সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স ২০২০-এর বাংলাদেশ পর্ব।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের আসনে ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান ও তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ –এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজে পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme