অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। দুর্যোগ কবলিত এলাকার কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চলছে তৎপরতা।
দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। এদিকে, বন্যায় প্রতিবেশী দেশ পূর্ব তিমুরেও মারা গেছে ২৭ জন।
সোমবার (৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে সারাদিনই চলে উদ্ধার তৎপরতা। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় উদ্ধারকারীদলের সদস্যরা।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply