অনলাইন ডেস্ক : বারবার সম্ভাবনা জাগিয়েও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গেছেন শুভাগত হোম। এরপর থেকে তাকে আর বিবেচনায় রাখেনি জাতীয় দলের নির্বাচকেরা। যদিও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছিলেন। এমতাবস্থায় হুট করেই আবার জাতীয় দলে দেখা গেল শুভাগত হোমের নাম। শ্রীলঙ্কা সফরের জন্য আজ ঘোষিত ২১ সদস্যের প্রাথমিক দলে আছেন এই অল-রাউন্ডার। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।
৩৪ বছর বয়সী শুভাগত হোম ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন। সেই টেস্টে খুব বাজে পারফর্ম করায় তাকে বাদ দেওয়া হয়। বলা হচ্ছে, বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের শূন্যস্থান পূরণে শুভাগত হোমকে নেওয়া হয়েছে। আইপিএলের কারণে এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। এই সুযোগে প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন এই অল-রাউন্ডার।
শুভাগত এখন ঘরোয়া লিগে ভালো ফর্মে আছেন। সম্প্রতি স্থগিত হওয়া জাতীয় লিগের সবশেষ রাউন্ডে ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। করোনাভাইরাস মহামারির কারণে সাবধানতা হিসেবে শ্রীলঙ্কা কোনো নেট বোলার দেবে না। এ কারণেই অতিরিক্ত কিছু খেলোয়াড় সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেইসঙ্গে জাতীয় দলের ভবিষ্যত ভাবনায় থাকা কিছু তরুণ ক্রিকেটারকে অনুশীলনের সুযোগ দেওয়ার জন্য দলে রাখা হয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply