1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

শুভ জন্মদিন বলিউডের অভিনেত্রী আয়েশা

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১৯২ বার

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী আয়শা টাকিয়া বলিউড থেকে দূরে সরে গেলেও ভক্তদের হৃদয়ে রয়েছেন। ওয়ান্টেড সিনেমাটি দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছনো আয়েশার আজ, ১০ এপ্রিল, জন্মদিন। তিনি ১৯৮৬-এর ১০এপ্রিল জন্মগ্রহণ করেন।

আয়েশা টাকিয়া ক্যামেরার মুখোমুখি হন মাত্র ৪ বছর বয়সে। এরপরে তাকে দেখা যায় শহীদ কাপুরেরও সঙ্গে৷ কমপ্ল্যান গার্ল হিসাবে খ্যাতি পান তিনি। এরপর কয়েক ডজন বিজ্ঞাপনে অভিনয় করেছেন আয়েশা। এখান থেকেই তিনি বলিউডে পাড়ি জমান।

আয়েশার প্রথম সিনেমা ‘টারজান: দ্য ওয়ান্ডার কারে তিনি নজর কেড়েছিলেন সবার। এই সিনেমার অভিনয়ের জন্য সেরা নবাগতার পুরষ্কার পেয়েছিলেন তিনি। এরপর ২০০৬ সালের ডোর সিনেমার মাধ্যমে দর্শকহৃদয় মাত করেন নায়িকা। তারপর ২০০৯ সালে সালমান খানের সাথে ওয়ান্টেড সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষ তুলে দেয়।

এরপর ফারহান আজমীর সাথে বিয়ের জন্য আয়েশা তার ধর্ম পরিবর্তন করেন। ঠোঁটের অস্ত্রপ্রচারের জন্য বেশি বিতর্কে শিকার হন আয়েশা। খুব কম মানুষই জানেন যে এই সুন্দর অভিনেত্রী কখনও হলিউডেও কাজ করেছিলেন। তিনি ‘আ নাইট উইথ দ্য কিং’ সিনেমাতেও কাজ করেছিলেন। হিন্দি ছাড়াও তাকে তেলুগু সিনেমাতেও দেখা গিয়েছিল। কিন্তু, হঠাৎ করেই তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যান।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme