রাজশাহী : হাতুড়ি ও কিল ঘুষির শিকার হয়ে থানায় জিডি করার জন্য প্রতিনিয়ত অপরিচিত লোকজনের হুমকি পাচ্ছেন কাঁটাখালী নীবাসি খালেকুজ্জামান মিঠু। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে শঙ্কিত তিনি।
গত ১৯/০১/২১ তারিখে এলাকার মিঠুর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও দখলীয় জমিতে জোরপূর্বক দখল ও মাদকের আড্ডা বাসানোর বিরোধীতা করায় কাঁটাখালি সমসাদিপুর এলাকার লিটন,টিটন,মিলন,শান্ত, শিমুল ও রাজীব মিঠুকে হাতুড়ি ও কিল ঘুষি মেরে প্রচন্ডভাবে আহত করে।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ও কাঁটাখালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এই জিডির প্রেক্ষিতে আদালত কর্তৃক ফৌজদারি কার্যবিধি ১৬০ ধারা নোটিশ প্রাপ্ত হয়ে গত ১৬/০৩/২১ তারিখে তিনি আদালতে হাজির হয়ে মামলা সংক্রান্ত তথ্য প্রদান করেন। আদালত তার জবানবন্দি শোনার পর কাঁটাখালী থানা কে এই ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।
পরে বিবাদীগণ বিষয়টি জানতে পেরে বিভিন্ন প্রভাব চালিয়ে মিমাংসার চেষ্টা চালান, কিন্তু মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা বাদী ও বাদীর স্ত্রীকে অপরিচিত লোকজনের দারা হুমকি প্রদান করেন। বিবাদী গন প্রভাবশালী হওয়ায় মিঠু সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে শংকিত বলে জানা গেছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply