চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হৃদয় হাসান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হৃদয় হাসান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাপাইপাড়া মহল্লার মোঃ মেসবাহুল হকের ছেলে। শনিবার রাতে নামোশংকরবাটী ঝাপাইপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
এঘটনায় সুজন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সাড়ে ১১টার দিকে তাকে জেলা শহরের হাজিরমোড় থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
জানা গেছে, ৩ মাস পূর্বে হৃদয়ের ছোট ভাই আব্দুর রহিমের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজনের আপত্তিকর বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার রাত পৌনে ৮টার দিকে হৃদয় হাসান নিজের ফার্মেসিতে বসে থাকা অবস্থায় সুজন তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় নিহতের পিতা মেসবাহুল হক বাদি হয়ে রাতেই সুজনসহ ৩জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply