রাজশাহী : রাজশাহীতে অলোক রায় (৫০) নামের এক মাদককারবারী আটক করেছে (মহানগর গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন গোপীনাথ মন্দির ফুদকীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশী চোলাইমদ উদ্ধার করে ডিবি পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত আসামীরা পালিয়ে গেছে। তাদের আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে আরএমপি সূত্রে জানা গেছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply