রাজশাহী : রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল নয়টায় উপজেলার গড়গড়ি ইউপির পলাশী ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ পূর্বে ফতেপুর পলাশি গ্রামের মৃত: বদের আলীর ছেলে আবেদ আলী (৫৫)`র স্ত্রী আসুরা বেগম (৫০) বাড়িতে ব্যাবহারের জন্য একই এলাকার মৃত: সেজদার আলীর ছেলে খোরসেদ আলীর জমিতে মাটি কাটতে যায়। এ সময় দুই পরিবারের মেয়েদের মাঝে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। পরে এ বিষয়টি নিয়ে দুই পরিবারের পুরুষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং একে অন্যকে হুমকি প্রদান করেন। এরই জের ধরে গতকাল সোমবার (১২ এপ্রিল ) সন্ধার পর আবেদ আলীর লোকজন খানপুর বাজারের পার্শ্বে খোরসেদকে মারধর করে। মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ এপ্রিল ) সকাল নয়টায় খোরসেদ আলীর লোকজন রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করেন। হামলায় আবেদ আলী (৫৫) তার স্ত্রী আসুরা বেগম (৫০), মেয়ে নারগীস খাতুন ও ভাসতি সেন্টু আলী মারাত্বক জখম ও আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ সোলায়মান হোসেন জানান, আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে আবেদ আলী ও সেন্টু আলীর আঘাত গুরুতর।
বাঘা থানার অফিসার ইনচার্জ-ওসি ( তদন্ত ) আব্দুল বারি বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো । এ ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply