অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরার একটি বাসার ছাদ থেকে পড়ে লাকি (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন জানান, বুধবার সকালে ভবনের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে জানার চেষ্টা চলছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply