1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

করোনায় মৃত্যুর ভয় নেই, আছে ক্ষুধার জ্বালা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২৩১ বার

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার দিবাগত রাত ১টা, টঙ্গী রেলস্টেশনে খোলা আকাশের নীচে প্রতিবন্ধী এক দম্পত্তি বসে বসে টাকা গুনছেন। নাম তার এছাহাক (৪৫) গ্রামের বাড়ি উত্তরবঙ্গে। দীর্ঘ আট বছর ধরে টঙ্গীর বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি শেষে মাজারে মাজারে রাত যাপন করেন। করোনা মহামারীর কারণে মাজারে থাকতে না দেওয়ায় অবস্থান নিয়েছেন টঙ্গী রেলস্টেশনে।

এসময় করোনায় কেমন দিন কাটছে সে বিষয়ে কিছু সময় কথা হয় তার সাথে। তিনি বলেন, করোনায় মৃত্যুর ভয় নেই,আছে পেটের ক্ষুধার জ্বালা। চারদিকে দোকানপাট বন্ধ, লোকজন নেই কেমনে দিন কাটবো সেই চিস্তায় আছি। ভিক্ষা করে খাই, একদিন ভিক্ষা না করলে না খেয়ে থাকতে হবে। আজকে সারাদিন বসা ছিলাম,সন্ধ্যায় একটু বের হয়ে কয়টা টাকা পেয়ে খাওয়া-দাওয়া করলাম। আমরা সারক্ষণ ময়লা-আবর্জনায় থাকি, রাস্তাঘাটে ঘুমাই,যা পাই তাই খাই। এভাবেই কাটছে আমাগো জীবন। আমরা করোনা ভয় পাই না। গরিবের আল্লাহ আছে। করোনায় মরছে বড় লোকরা। হেরা ভয়ে আছে। অনেক কথা কইলাম, এহন কিছু দিলে দেন ভাই।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা কবির হোসেন বলেন, রেলস্টেশনে অনেক দরিদ্র মানুষ খোলা আকাশের নিচে একজন আরেকজনকে ঘেষে রাস্তার উপর শুয়ে আছে। করোনা কি জিনিস এরা তা বুঝে না। যদি কেউ বুঝে, এতে নেই তাদের ভয়। ময়লা-আবর্জনা আর রাস্তাঘাটে রাত কাটায় তাদের করোনায় ধরে না, অট্রালিকায় যারা থাকেন তাদেরই করোনার আতঙ্কে দিন কাটছে। এটাই আল্লাহ’র মাইর, ভাই এটাই আল্লাহ’র মাইর।

বাংলার বিবেক /এম এস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme