অনলাইন ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে শ্বশুরবাড়ি থেকে জামাই হুমায়ুন কবির বাবুর (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, প্রায় বছরখানেক আগে ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফাহিমার (১৯) সঙ্গে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি তালতলা ক্লাব এলাকার সিরাজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির বাবুর বিয়ে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুন শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
শুক্রবার সেহেরীর সময় শ্বশুরবাড়ির লোকজন ঘরের ভেতর আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো হুমায়ুনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ফাহিমা মুঠোফোনে হুমায়ুনের মাকে তার মৃত্যুর খবর দেন। সকাল ৮টায় মনোহরদী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply