রাজশাহী : রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌরভ হোসেন (১৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।
সৌরভ উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, বাঘা উপজেলার আহমোদপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে সৌরভ হোসেন একই এলাকার এক স্কুল ছাত্রীকে প্রায় অনৈতিক প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হলে গত শনিবার (১০ এপ্রিল) রাতে সৌরভ ওই ছাত্রীর বাড়িতে যায়। বাড়িতে তাকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে সৌরভকে হাতেনাতে ধরে ঘরে আটকে রাখে। পরে সৌরভের বাবা-মা ও আত্মীয় স্বজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে গত রোববার (১১ এপ্রিল ) এলাকায় একটি সালিশের আয়োজন করা হয়। সালিশে মীমাংসা না হওয়ায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সৌরভসহ ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সৌরভের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সৌরভকে কৌশলে ডেকে নিয়ে তাকে আটকে দেয়া হয়। তার পরেও আমরা শালিসের মাধ্যমে বিষয়টির সমাধান করতে চেয়েছি। কিন্তু শালিসে মেয়ের পরিবার অযুক্তিক ও অমানবিক দাবি করায় সমাধান করা সম্ভব হয়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ-ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, স্কুল ছাত্রীর বাবার অভিযোগ সাপেক্ষে সৌরভ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply