1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
দিব্যা-আলিয়ার বাগ্‌যুদ্ধ! ভূষণের ‘অ্যানিম্যাল পার্ক’ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রণবীর কপূর? ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে: মাসুদ সাঈদী বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : বিশ্বব্যাংক সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে সরকার সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ, কাল থেকেই কার্যকর রাজশাহীতে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে পিস্তল-গুলি উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এইচএসসির ফল:শীর্ষে রয়েছে সিলেট, দ্বিতীয় বরিশাল, রাজশাহী তৃতীয় সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানকে অবশেষে অপসারণ
শিরোনাম :
দিব্যা-আলিয়ার বাগ্‌যুদ্ধ! ভূষণের ‘অ্যানিম্যাল পার্ক’ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রণবীর কপূর? ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে: মাসুদ সাঈদী বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : বিশ্বব্যাংক সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে সরকার সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ, কাল থেকেই কার্যকর রাজশাহীতে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে পিস্তল-গুলি উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এইচএসসির ফল:শীর্ষে রয়েছে সিলেট, দ্বিতীয় বরিশাল, রাজশাহী তৃতীয় সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানকে অবশেষে অপসারণ

আলোচনায় ফিরছে করোনা! নতুন রূপের নাম এক্সইসি

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬ বার
আলোচনায় ফিরছে করোনা! নতুন রূপের নাম এক্সইসি
আলোচনায় ফিরছে করোনা! নতুন রূপের নাম এক্সইসি

ফারনিয়া তিশাঃ এক্সইসির ক্ষমতা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে করোনার ওই নতুন রূপ নিয়ে পাঁচটি জরুরি তথ্য এখনই জেনে নেওয়া যেতে পারে।

নতুন করে খবরে ফিরছে করোনা ভাইরাস। নতুন রূপের নাম এক্সইসি। বিশ্ব জুড়ে স্বাস্থ্যবিদেরা নতুন করে মাথা ঘামাতে শুরু করেছেন করোনার এই এক্সইসি রূপ নিয়ে। কারণ, ইতিমধ্যেই কিছু কিছু দেশে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে। বলা হচ্ছে, এক্সইসি তার পূর্বজ ‘ওমিক্রন’ এবং ‘ডেল্টা’র থেকেও বেশি দ্রুত গতিতে ছড়ানোর ক্ষমতা ধরে। কিন্তু এক্সইসি মানবদেহের জন্য কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞেরা বলছেন, তার উত্তর এখনও স্পষ্ট বলা যাচ্ছে না। কারণ, এক্সইসির ক্ষমতা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে করোনার ওই নতুন রূপ নিয়ে পাঁচটি জরুরি তথ্য এখনই জেনে নেওয়া যেতে পারে।

১। কোভিড-১৯ এক্সইসি রূপের বৈশিষ্ট্য কী?

যে কোনও ভাইরাসই নিরন্তর নিজেকে বদলাতে থাকে। ডেল্টা এবং ওমিক্রনের মতো এক্সইসি-ও তৈরি হয়েছে করোনার স্পাইক প্রোটিনে বদল ঘটিয়ে। ভাইরাস স্বাস্থ্যের উপরে কতটা প্রভাব ফেলতে পারে, তা নির্ভর করে ওই বদলের উপরেই। স্বাস্থ্যবিদেরা চিন্তিত, করোনার নতুন পরিবর্তিত রূপ এক্সইসি আরও দ্রুত সংক্রমিত হতে পারে। ওমিক্রনের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে এক্সইসিতে। তবে স্বাস্থ্যবিদদের অনুমান, সংক্রমণের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভাঙার ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে করোনার নতুন রূপে। সেগুলি কী কী, তার উত্তর এখনও গবেষণাধীন।

২। এক্সইসি সংক্রমণের মাত্রা বাড়ছে

কিছু কিছু দেশে আচমকাই খানিকটা বেড়েছে এক্সইসি-র সংক্রমণ। আমেরিকা, ব্রিটেন, ভারতের মতো কিছু দেশ এক্সইসি-র সংক্রমণের উপরে নজর রাখছে। ইতিমধ্যেই এ নিয়ে গবেষণাও শুরু করেছে। অনেকেই বলছেন, যে সমস্ত দেশে টিকাকরণের হার কম সে সব দেশেই বেশি ছড়াচ্ছে এক্সইসি। তবে ওই মন্তব্যের পাল্টা যুক্তি হিসাবে আবার কেউ কেউ বলছেন, এ সব আসলে করোনার টিকার বাণিজ্যিকীকরণের চেষ্টা। বিষয় হল, দু’রকম বক্তব্যই আপাতত দাবি। এর কোনওটিরই প্রামাণ্য নথি নেই।

৩। উপসর্গ কী কী?

আপাতত এক্সইসি-র অধিকাংশ উপসর্গের সঙ্গেই মিল রয়েছে করোনার পূর্ববর্তী ১৯টি রূপ এবং উপরূপের। জ্বর, গালায় আড়ষ্ট ভাব, একঘেয়ে কাশি, ক্লান্তিবোধ, পেশি বা গাঁটে ব্যথা, মাথা ধরা বা মাথা যন্ত্রণা। তবে নতুন রূপের সংক্রমণে খাবারের স্বাদ বা গন্ধ চলে যাওয়ার উপসর্গ ততটা প্রকট নয়। কিছু কিছু রোগীর এর সঙ্গে ডায়েরিয়া, গা গুলোনো ভাবও দেখা দিতে পারে।

৪। কী ভাবে আটকাবেন?

স্বাস্থ্যবিদেরা বলছেন, প্রথমেই যেটা জরুরি, সেটা হল এক্সইসি-র অস্তিত্ব সম্পর্কে জানা। টিকাকরণ সব সময়ই ওই ধরনের ভাইরাস থেকে কিছুটা হলেও বাড়তি রক্ষাকবচ দেবে। এ ছাড়া ভিড়ের মধ্যে মাস্ক পরা, হাত ধোয়া-স্যানিটাইজ়ার ব্যবহারের মতো স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা, জনবহুল এলাকা এড়ানো, প্রয়োজনে পরীক্ষা করানো সব সময়েই সাহায্য করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme