1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২১৪ বার
তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার
তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার

তামান্না হাবিব নিশু : সোশ্যাল মিডিয়ায় তুমুল বিক্ষোভ, শ্রীরাজপুত কর্ণি সেনার আইনি নোটিসের জেরে মুক্তির কিছুদিন আগেই ছবির নাম পালটাতে হয়েছে। ‘লক্ষ্মী বম্ব’-এর বদলে এখন অক্ষয় কুমার ও কিয়ারা আডবানী অভিনীত ছবির নাম ‘লক্ষ্মী’।

এবার ছবির প্রচার করতে গিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের দাবিতে সরব হলেন অক্ষয় । প্রকাশ্যে এসেছে নতুন ভিডিও ‘আব হামারি বারি হ্যায়’।সাদা কালোর এই ভিডিওয় শুধু লাল রং ব্যবহার করা হয়েছে। অক্ষয় ছাড়াও ভিডিওয় রয়েছেন নায়িকা কিয়ারা আডবাণী। আর তাঁদের সঙ্গে রয়েছেন তৃতীয় লিঙ্গের কিছু প্রতিনিধি। যাঁদের মধ্যে অন্যতম লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি ।

তৃতীয় লিঙ্গের অধিকারের জন্য বহুদিন ধরেই লড়ছেন লক্ষ্মী নারায়ণ। এর আগে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর পঞ্চম মরশুমের প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।দক্ষিণী তারকা রাঘব লরেন্স অভিনীত এবং পরিচালিত তামিল ব্লকবাস্টার ‘কাঞ্চনা’ সিরিজের রিমেক অক্ষয়ের এই ছবি। হিন্দি ছবিটি রাঘবই পরিচালনা করেছেন। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্ক হতে থাকে। ছবির বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ প্রচার করার অভিযোগ ওঠে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের নাম আসিফ এবং তাঁর নায়িকা কিয়ারা আডবানীর চরিত্রের নাম পূজা।

এতেই আপত্তি জানায় নেটদুনিয়ার একাংশ। ছবি বয়কটের ডাক দেওয়া হয়। এরপরই আবার শ্রী রাজপুত কর্ণি সেনার পক্ষ থেকে ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে আইনি নোটিস পাঠান আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা । দাবি করা হয়, ছবির নামে দেবী লক্ষ্মীকে অপমান করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে ছবির নাম বদলানোর দাবি করা হয়। এরপরই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেন প্রযোজকরা। এমন পরিস্থিতিতেই ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে ‘লক্ষ্মী বম্ব’ নামের বদলে শুধুমাত্র ‘লক্ষ্মী’ নামেই মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘হরর কমেডি’ এই ছবিটি।

বাংলার বিবেক ডট কম৭ নভেম্বর, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme