1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

পবায় মেম্বারের নির্দেশে সন্ত্রাসী জুবায়ের বাহিনীর তান্ডবে, ঘর ছাড়া দু’টি পরিবার, আহত-১

  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ২২৩ বার
পবায় মেম্বারের নির্দেশে সন্ত্রাসী জুবায়ের বাহিনীর তান্ডবে, ঘর ছাড়া দু’টি পরিবার, আহত-১
পবায় মেম্বারের নির্দেশে সন্ত্রাসী জুবায়ের বাহিনীর তান্ডবে, ঘর ছাড়া দু’টি পরিবার, আহত-১

মাসুদ রানা রাব্বানী: তিন ভাইকে মেরে ফেল যত টাকা লাগে খরচ করবো। এভাবেই প্রকাশ্যে হুমকি দিলেন রাজশাহীর পবা থানার ৯নং পারিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাফর।

অশিক্ষিত নিরক্ষর এই মেম্বারের নির্দেশে গতকাল রোববার ৫টার দিকে ওই ওয়ার্ডের কুখ্যাত সন্ত্রাসী জুয়ারের তার বাহিনী নিয়ে একই গ্রামের জামাল (৬০) নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালিয়েছে।

এ সময় তারা জামালকে হাতুড়ি, লাঠি, চাপাতি দ্বারা মাথা, হাত, পা সহ পুরো শরীরে ব্যাপক আঘাত করেছে। তাদের হাত থেকে রক্ষা পায়নি জামালের ছেলে শাহাদাৎ (২৬)। তাকেও পুরো শরীরে এলোপাথাড়িভাবে পিটিয়ে মারাত্বকভাবে জখম করেছে সন্ত্রাসীরা। এখানেই শেষ নয়। সেখানে সন্ত্রাসী জুবায়ের স্থানীয়দের উদ্দেশ্যে প্রকাশ্যে বলে, এদের সাথে যারা মিশবে তাদেরও পিটানো হবে। বাংলাদেশের যেই তাদের সাপোর্ট করুক কাইকে ছাড়া হবেনা বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এরপর গুরুত্বর আহত জামালকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তার মাথা, হাত ও পায়ে একাধিক সেলাই দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত জামাল পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেনের ছেলে।

সোমবার দুপুরে আহত জামালকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রামেকের ৮ নং ওয়ার্ড থেকে ছুটি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যপারে সোমবার দুপুরে জামালের ছেলে বাদি হয়ে পবা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত জামাল জানান, তারা মেম্বার জাফরের নির্দেশে সন্ত্রাসী জুবায়ের দ্বারা আমার দুই ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে দফায় দফায় দলবল দিয়ে গ্রামে এসে খোঁজাখুজি করছে। তাদের ভয়ে আমার দুই ভাই তাহাসেন (৫৫) ও বাবু (৫০) কোথায় পালিয়েছে তা আমার জানা নেই। রাত শেষ হলেই সকালে ঈদুল ফিতর। বর্তমানে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, সোমবার দুপুরে মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী জুবায়ের তার দলবল দিয়ে আবারও হামলা করতে এসেছিলো। প্রাণ বাঁচাতে ৯৯৯-এ কল দিয়েছিলাম, পবা থানা থেকে একজন এএসআই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন। আমাদের সাথে কথা বলে চলে গেছেন। জুবায়ের আমাদের উপর আবারও হামলার হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

জানতে চাইলে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম   জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

বাংলার বিবেক / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme