1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

আগামী ২৮ আগস্ট বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১১৭ বার
আগামী ২৮ আগস্ট বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ
আগামী ২৮ আগস্ট বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ

মিজানুর রহমান: আসন্ন এশিয়া কাপ শুরুর দ্বিতীয় দিনেই অর্থাৎ ২৮ আগস্ট মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এদিকে এশিয়া কাপের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে দেশ দুটিই। হাই ভোল্টেজ ম্যাচটি ঘিরে ক্রিকেট বিশ্বে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং জানালেন দল দুটির মুখোমুখি দ্বৈরথে শেষ হাসি হাসবে কে। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাচটি নিয়ে নিজের মতামত জানালেন সাবেক অজি কাপ্তান।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্নকিছু। প্রথম দেখা ১৯৫২ সালে। এরপর কালের পরিক্রমায় দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় ধীরে ধীরে এ লড়াই পরিণত হয় মহারণে। সম্পর্কের টানাপড়েনে বড় কোনো ইভেন্ট ছাড়া এখন আর দেখাও যায় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তাই যখনই আইসিসির কোনো ইভেন্টে দু’দল মুখোমুখি হয়, সেই ম্যাচ ঘিরে মানুষের থাকে ব্যাপক আগ্রহ।

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে দেশ দুটির দ্বৈরথ দেখতে অধীর অপেক্ষায় গোটা বিশ্ব। ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকার মধ্যেই শুক্রবার (১২ আগস্ট) আইসিসি রিভিউতে পন্টিং এগিয়ে রাখলেন ভারতকেই। জানালেন, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে ভারত এবং শিরোপাও জিতবে তারা।
পন্টিং বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ যে কোনো টুর্নামেন্টেই ভারতকে টক্কর দেয়া কঠিন। যে কোনো টিমের চেয়ে তাদের দলের গভীরতা বেশি। আর তাই মনে করি, এবারের এশিয়া কাপ ভারতই জিতবে।

এশিয়া কাপে এখনো পর্যন্ত ১৩ বারের দেখায় ৭-৫ ব্যবধানে এগিয়ে ভারত। এবারও টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে বলে বিশ্বাস পন্টিংয়ের। বলেন, ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, তবে শেষ পর্যন্ত ভারত জিতবে। সঙ্গে এটাও বলে রাখলেন, পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। তারা অবিশ্বাস্য এক ক্রিকেট জাতি। তারকা ক্রিকেটারের ছড়াছড়ি সেখানে।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ক্রিকেট সমর্থকদের মধ্যে ‘তীব্র ক্ষুধা’ রয়েছে বলেও মনে করেন সাবেক এ অজি কিংবদন্তি ব্যাটার। বলেন, সত্যি কথা বলতে দেশ দুটির লড়াই দেখতে মুখিয়ে আমরা।
এশিয়া কাপে পাকিস্তানের দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহ নেওয়াজ দাহানি এবং উসমান কাদির।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং আভেশ খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme