1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

নামাজই সফলতার উপায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০০ বার
নামাজই সফলতার উপায়
ফাইল ফটো

ধর্ম ডেস্ক: নামাজ মুমিনের মিরাজ। নামাজেই আল্লাহর দিদার পাওয়া যায়। জীবনে সাফলতা পেতে নামাজের ভূমিকা অনেক বেশি। এই নামাজের মাধ্যমেই বান্দা তাঁর প্রভুর একান্ত সান্নিধ্য লাভ করে। প্রভুর সান্নিধ্য পাওয়াই জীবনের সবচেয়ে বড় সফলতা। এ কারণেই মহান আল্লাহ বান্দাকে নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাইতে এভাবে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলেন-

وَ اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ

‘তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও।’ (সুরা বাকারা : আয়াত ৪৫)

অন্যত্র আল্লাহ তাআলা আরও ঘোষণা করেছেন-

وَ اَقِمِ الصَّلٰوۃَ ؕ اِنَّ الصَّلٰوۃَ تَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ

‘নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অন্যায় অসুন্দর ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জানেন যা তোমরা করো।’ (সুরা আনকাবুত : আয়াত ৪৫)

আপাত দৃষ্টিতে দেখা যায়, আয়াতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করা হয়েছে কিন্তু বাস্তবে সব মুসলিমদেরই উদ্দেশ্য করা হয়েছে। এতে দুটি অংশ আছে, কোরআন তেলাওয়াত ও নামাজ কায়েম করা। কারণ এ দুটি জিনিসই মুমিনকে এমন সুগঠিত চরিত্র ও উন্নতর যোগ্যতার অধিকারী করে; যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা এবং দুস্কৃতির ভয়াবহ ঝঞ্ঝার মোকাবিলায় সঠিক পথে থাকতে পারে।

কোরআনের এ বক্তব্য প্রথমত মানুষের দুনিয়ার জীবনের সাফল্য পাওয়ার জন্যই নাজিল হয়েছে। আর যে দুনিয়ার জীবনে সফল, সে আখিরাতে বিশাল জিন্দেগিতেও হবে সফল। তাই মানুষ দুনিয়ার জীবনে সাফল্য লাভ করতে হলে, নামাজের মাধ্যমেই তার সান্নিধ্যে আসা সম্ভব।

আল্লাহ তাআলার সান্নিধ্যে উপস্থিতি, তার স্মরণে বিভোর ও তন্ময় থাকা, তাঁর প্রতিটি হুকুম পালনে শপথ গ্রহণ করা, তাঁর প্রতি বিনয় ও নম্রতা প্রকাশ করা, তার রহমত লাভে ধন্য হওয়া, অন্তরে প্রশান্তি লাভ করা, সকল প্রকার অশান্তি, অন্যায়-অনাচার থেকে আত্মরাক্ষা করতে সাহায্য চাওয়ার একমাত্র উপায় হচ্ছে নামাজ।

সুতরাং যারা দুনিয়ার জীবনে নামাজের মাধ্যমে উক্ত বিষয়গুলো অর্জন করতে সামথ্য হবে; তার জন্য পরকালীন জীবন হবে সুন্দর, সাফল্যমণ্ডিত ও সার্থক। আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে নামাজ পড়ে দুনিয়ার জীবনে শান্তি ও পরকালের সাফল্য লাভই হবে প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব ও কর্তব্য।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের মাধ্যমে জীবন সংগ্রামে সাফল্য লাভ করার তাওফিক দান করুন। আমাদেরকে নামাজি ব্যক্তি হিসেবে কবুল করুন। আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme