1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

রাবিতে ‘রুসাক’ এর নতুন কমিটি

  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৩৮ বার
রাবিতে ‘রুসাক’ এর নতুন কমিটি
সভাপতি মো: মিলন হোসেন এবং সাধারণ সম্পাদক আহবাব আহমেদ সিফাত

আল্-মারুফ, রাবি প্রতিনিধি: রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কালিয়াকৈর (রুসাক) এর ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠের দক্ষিণ কোণায় আয়োজিত এক অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয় এবং প্রবীণদের বিদায় জানানো হয়।

২৯ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মিলন হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহবাব আহমেদ সিফাত।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো: ওয়াশিম আলম, আল-মারুফুল ইসলাম, রিতু পাল, আশরাফুল আলম শুভ; যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সুজন মাহমুদ জয়, মো: সুমন হোসাইন; সাংগঠনিক সম্পাদক মো: তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তাসমুনা অরনিকা রুনু , মো: শাহরিয়ার সাকিব, রুপক মিঞা; অর্থ সম্পাদক সাকিব আল হাসান, যুগ্ম অর্থ সম্পাদক মির্জা আহমেদ সাদী; প্রচার সম্পাদক অন্তর সরকার, সহপ্রচার সম্পাদক মাসুদ রানা; দপ্তর সম্পাদক মো: শোয়াইব ইসলাম, সহদপ্তর সম্পাদক হ্যাপি আক্তার।

শিক্ষা বিষয়ক সম্পাদক তাহফিম হাসান মেহেদী, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ফাহমিদা তাসনিম মুনিরা, সুমাইয়া ইসলাম শশী, অপর্ণা বাসার জুঁই; ছাত্র/ছাত্রী কল্যাণ সম্পাদক মো: আশিক হোসাইন, সহ ছাত্র/ছাত্রী কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম হিমেল; আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: কবির হোসাইন, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারাবি আদনান; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর ইসলাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সামিউল স্বপ্নীল।

উল্লেখ্য, ‘রুসাক’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme