1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক রায়হান শরীফের ওপর জুতা নিক্ষেপ

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৪ বার
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক রায়হান শরীফের ওপর জুতা নিক্ষেপ
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক রায়হান শরীফের ওপর জুতা নিক্ষেপ

সিরাজগঞ্জ  প্রতিনিধি: সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক রায়হান শরীফের ওপর জুতা নিক্ষেপ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় পুলিশ তাকে আটক করার সময় এই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তারা সহপাঠীকে গুলি করার অভিযোগে শিক্ষক রায়হানের বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দেয়।

অভিযুক্ত রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন লেকচারার। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম আরাফাত আমিন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, ঘটনার পর জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মেডিকেল কলেজে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করে। এ সময় আটক করা হয় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনা সঠিক তদন্ত করে কেনও ক্লাস রুমে গুলির ঘটনা ঘটলো সেটা জানা যাবে। তবে আগ্নেয়াস্ত্রটি বৈধ কিনা সেটি নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

শিক্ষার্থীদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, রায়হান শরীফ রোজ ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। সোমবার বিকেল ৫টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থী আরাফাত আমিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়ে। এ সময় গুলিতে আহত হন আরাফাত আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme