ক্রীড়া ডেস্ক : আইপিএলের মাঝে মেয়েদের প্রথম উইমেন টি-২০ চ্যালেঞ্জে চাম্পিয়ন হল স্মৃতি মন্ধনার ট্রেলব্লেজার্স৷ সোমবার শুরজার ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে খেতাব জিতে নেয় ট্রেলব্লেজার্স৷
শনিবার ট্রেলব্লেজার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই জিতে উইমেন টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছে গিয়েছিল সুপারনোভাস৷ শনিবার লিগের শেষ লড়াইয়ে ট্রেলব্লেজার্সকে ২ রানে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেলেও এদিন খেতাব হাতছাড়া হল হরমনপ্রীতদের৷ অর্থাৎ এদিন সেই হারের বদলা নিল ট্রেলব্লেজার্স৷
রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান তোলে সুপারনোভাস৷ ক্যাপ্টেন হরমনপ্রীত চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি৷ ৩৬ বলে ৩০ রান করে আউট হন হরমনপ্রীত৷ বল হাতে দুরন্ত ছিলেন ঝুলন গোস্বামী৷ ৪ ওভারে মাত্র ১৭ রান দেন তিনি৷ এছাড়া দীপ্তি শর্মা ও সালমা খাতুমের সাঁড়াশি আক্রমণে লড়াই থেকে ছিটকে যায়৷ ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন খাতুম৷ আর ৩ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২টি উইকেট নেন দীপ্তি৷
এদিন প্রথমে ব্যাটিং করে সুপারনোভাসের সামনে ১১৯ রানের টার্গেট দেয় ট্রেলব্রেজার্স৷ দুরন্ত হাফ-সেঞ্চুরি ক্যাপ্টেন স্মৃতি মন্ধনার৷ ডটইনের সঙ্গে মন্ধনা ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে ট্রেলব্লেজার্সকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়৷ তবে শেষ পাঁচ ওভারে একের পর এক উইকেট হারিয়ে প্রতিপক্ষের সামনে বড় রানের টার্গেট দিতে পারেনি ট্রেলব্লেজার্স৷
ডটইন ৩২ বলে ২০ রান করে আউট হলেও মন্ধনা একা দলকে টানেন৷ শেষ পর্যন্ত ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন মন্ধনা৷ ৪৯ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪.৫ ওভারে মন্ধনা যখন আউট হন, তখন দলের রান ২ উইকেটে ১০১৷ কিন্তু শেষ পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান তোলে ট্রেলব্লেজার্স৷ রিচা ঘোষ ১০ রান করেন৷ ট্রেলব্লেজার্সের মাত্র তিন ব্যাটার দু’ অংকের রানে পৌঁছন৷
রাধা যাদবের বাঁ-হাতি স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ট্রেলব্লেজার্স ব্যাটিং৷ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন রাধা৷ সাত জন বোলারকে এদিন ব্যবহার করেন সুপারনোভাস ক্যাপ্টেন হরমনপ্রীত কউর৷ ম্যাচের সেরা স্মৃতি মন্ধনা৷ আর সিরিজের সেরা রাধা যাদব৷
বাংলার বিবেক ডট কম – ১০ নভেম্বর, ২০২০
Leave a Reply