চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম সুমনে বাম হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ইসলামপুর বাজারে এ হামলা হয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম জানান, সন্ধ্যায় ইসলামপুর বাজারে ফোনে কথা বলার সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আতিকের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার বাম হাতের কব্জিতে উপর্যপুরি আঘাত করে হাসুয়া দিয়ে। এতে আতিকের হাতের রগ কেটে গেছে। প্রথমে তাকে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার সাথে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
বাংলার বিবেক ডট কম – ১৭ নভেম্বর, ২০২০
Leave a Reply