আন্তর্জাতিক ডেস্ক : আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
গত বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে কয়েকজন এমপির সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন বরিস। তখন তিনি এক আক্রান্তের সংস্পর্শে আসায় তাকে আইসোলেশনে যেতে হয়েছে।
ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন লি অ্যান্ডারসন নামক এক এমপি, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে রবিবার পরীক্ষায় রিপোর্ট আসে। অ্যান্ডারসনের স্ত্রীয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। এমন পরিস্থিতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুসারে ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিবার থেকে আইসোলেশনে চলে যান। তিনি আপাতত ১০দিন আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এপ্রিল মাসে বরিস জনসন করোনয় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আবার তিনি কয়েক মাসের মধ্যে এভাবে আইসোলেশনে যাওয়ায় নানা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও তার এক মুখপাত্র জানিয়েছেন, এমনিতে সুস্থই আছেন প্রধানমন্ত্রী এবং তার মধ্যে কোনরকম উপসর্গ নেই। আইসোলেশন এ থাকলেও তিনি ডাউনিং স্ট্রিট থেকে সরকারি কাজ করবেন বলে জানা গিয়েছে।
এদিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দাবি করেছেন, দ্রুত করোনা রোধের টিকা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
বাংলার বিবেক ডট কম – ১৮ নভেম্বর, ২০২০
Leave a Reply