বিনোদন ডেস্ক: কণিকা কাপুর থেকে অমিতাভ বচ্চন কিংবা ঐশ্বর্য রাই বচ্চন। বলিউড তারকাদের বাড়িতে যখন করোনার অবাধ যাতায়াত শুরু হয়েছে, সেই সময় ওই তালিকা থেকে বাদ পড়ল না সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও।
সম্প্রতি জানা যায়, সালমান খানের গাড়ির চালক অশোক করোনায় আক্রান্ত। কোভিড থাবা বসিয়েছে সালমানের পরিবারের আরও ২ কর্মীর শরীরে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে বম্বে হাসপাতালে। সালমানের বাড়িতে করোনা হানা দেওয়ার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন অভিনেতা।
জানা যায়, সালমানের পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ঘরবন্দি করে ফেলবেন শিগগিরই। ফলে সেলিম খান, সালমা খানের বিবাহবার্ষীকির অনুষ্ঠান যেমন এ বছর বাতিল হবে, তেমনি বিগ বস ১৪-র শ্যুটিং সলমন করবেন কি না, তা নিয়েও ধ্বন্দ তৈরি হয়।
এরপরই জানা যায়, সালমানের পরিবারের প্রত্যেকের সোয়াব টেস্ট করা হয়। অভিনেতার গাড়ির চালক এবং দুই কর্মী ছাড়া বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে সালমান-সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা সম্পূর্ণভাবে সুস্থ বলে পাওয়া যায় খবর। ফলে বিগ বস ১৪-র উইকেন্ড কা ওয়ার-এর শ্যুটিং সালমান করবেন বলেই আশা প্রকাশ করা হচ্ছে অভিনেতার ঘনিষ্ঠ মহলের তরফে।
এদিকে সালমানের বাড়ি ইতিমধ্যেই নির্বীজ করে দিয়েছে বৃহন্মুম্বই পৌরসভা। ফলে সালমান-সহ গ্যালাক্সির অন্যরা সুস্থ বলেই খবর।
বাংলার বিবেক ডট কম – ১৯ নভেম্বর, ২০২০
Leave a Reply