আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরশাহী। আগেই পাক নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব। এবার সেই একই পথে হাঁটল সংযুক্ত আরব আমিরশাহী।
সংযুক্ত আরব আমিরশাহিতে লক্ষ-লক্ষ পাকিস্তানি নাগরিক বাস করেন। কেউ চাকরি করেন কেউ বা ব্যবসা বা অন্য কাজ। লক্ষ-লক্ষ পাকিস্তানি নাগরিক সংযুক্ত আরব আমিরশাহীর একাধিক এলাকায় বাস করেন।
আচমকা ভিসা বন্ধের সিদ্ধান্তে ঘোর অস্বস্তিতে পড়েছেন তাঁরা। একইসঙ্গে সংকট বেড়েছে পাক সরকারেরও। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা বহু পাক নাগরিক নানা অপরাধে জড়িয়ে পড়ছেন।
গোপনে সন্ত্রাস দলে নাম লেখানোর পাশাপাশি মাদক কারবারে বহু পাকিস্তানি নাগরিকের নাম জড়িয়েছে। গত কয়েক বছরে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে হাজার-হাজার পাকিস্তানি নাগরিকের নাম জড়ানোয় অস্বস্তি বেড়েছে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনেরও। সেই কারণেই ইমরানের দেশের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল সংযুক্ত আরব আমিরশাহী।
যদিও নাগরিকদের অনেকে অপরাধমূলক কাজকর্মে জড়ানোর জেরেই যে তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, তা স্বীকার করেনি ইসলামাবাদ। করোনা পরিস্থিতির জেরেই ভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি পাক সরকারের।
বাংলার বিবেক ডট কম – ১৯ নভেম্বর, ২০২০
Leave a Reply