বাংলার বিবেক ডেস্ক: ময়মনসিংহে নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি মো. নাহিদকে (১৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাতে র্যাব কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪ কার্যালয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বলেন, গত ৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলায় নয় বছরের এক শিশু পুকুরে গোসল করতে গেলে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী নাহিদ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাহিদকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বালিয়া গ্রাম থেকে রাতে তাকে গ্রেফতার করা হয় র্যাব-১৪।
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
বাংলার বিবেক ডট কম – ২৩ নভেম্বর, ২০২০
Leave a Reply